ফুলবাড়ীর সড়কে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫০ পিএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:৪২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের তিনকোনা মোড় হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত এবং ফুলবাড়ী ডিগ্রী কলেজ সড়কে পানি জমে জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘদিন সংস্কার না করায় এমনিতে সড়ক দুটির বেহাল দশা। তার উপর পানি জমে সৃষ্টি হয়েছে খানা খন্দক। ফলে কাদা পানি মাড়িয়ে চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করছে যানবাহন ও পথচারীরা।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলা সদরের পানি নিষ্কাষনের জন্য ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৬.৪০ মিটার ড্রেন নির্মানের কাজ শুরু হয়। নির্মানাধীন ড্রেন সড়ক থেকে উচুঁ হওয়ায় বাজারের সমস্ত পানি সড়কে জমা হয়। সামান্য বৃষ্টিতে বানের পানির মত পানি জমে সড়ক দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাছাড়া দীর্ঘদিন সংস্কার না করায় এবং অতিরিক্ত যানবাহনের চাপে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও চরমে উঠেছে। তার উপর আংশিক কাজ করে প্রায় ৫ মাস ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ।
উপজেলা সদরের ব্যবসায়ী মাইদুল ইসলাম, শামিম হাসান জানান, এই সড়ক দুটি দিয়ে নাওডাঙ্গা ও শিমুলবাড়ী ইউনিয়নের প্রায় লক্ষাধিক লোক এবং ফুলবাড়ী ডিগ্রী কলেজের কয়েক হাজার শিক্ষার্থীরা যাতায়ত করে। তাছাড়া উপজেলা সদর থেকে শেখ হাসিনা ধরলা সেতু হয়ে লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়তের প্রধান সড়ক এটি। এই সড়কটির বেহাল দশায় আমরা ব্যবসায়ীসহ জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছি।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানান, উপজেলা সদরে ৪০০ মিটার আরসিসি সড়কসহ গোটা সড়কটি সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অনুমোদন চাওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।
ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার জানান,বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে। আশা করা যায় দ্রুততম সময়ে ওই সড়কের কাজ শুরু হবে।