১৫ দিন পানি পায় না মিরপুরবাসী, দুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ এএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ১০:২৪ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
রাজধানী মিরপুরের বিভিন্নস্থানে ১৫ দিন ধরে বন্ধ ওয়াসার পানি সরবরাহ। তীব্র পানি সংকটে এলাকার মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। কেউ কেউ দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করে কোনোমতে দিন পার করছেন। পানি সংকটে এলাকাবাসীর নাভিশ্বাস।
আজ শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুরের পীরেরবাগ, আহমেদনগর, মিরপুর-৫, মনিপুরসহ বিভিন্ন এলাকায় ১৫ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পানি না পেয়ে এসব এলাকায় মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। কয়েকটি বাড়ির ট্যাংকিতে জমানো পানি দু-তিনদিনেই শেষ হয়ে গেছে। যাদের রিজার্ভ রাখা সম্ভব হয়নি তারা ১৫ দিন ধরে পানির কষ্টে দিন পার করছেন।
তীব্র গরমে টানা ১৫ দিন বাড়িতে পানি না থাকায় এসব এলাকার অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে যাদের বাড়িতে ছোট শিশু রয়েছে তারা বেশি সমস্যায় পড়েছেন। পানির অভাবে অনেকের বাড়িতে রান্না-খাওয়া, গোসলসহ প্রয়োজনীয় কাজ করা সম্ভব হচ্ছে না। পানি সংকটের কারণে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে।
উত্তর পীরেরবাগের একটি বাড়ির মালিক তৈয়ব আনোয়ার প্রবাল বলেন, পানির কষ্টে জীবনটা বের হওয়ার বাকি। ১৫ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় দূর-দূরান্তে থাকা আত্মীয়দের বাড়ি থেকে পানি এনে ভাড়াটিয়াদের সঙ্গে ভাগাভাগি করে শুধু বেঁচে আছি। প্রতিদিন ভোর থেকে ওয়াসার জরুরি পানির ওর্ডার দিতে হচ্ছে। ওয়াসার ৩ হাজার লিটার পানি ৪০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২ থেকে ৩ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। এরপরও গাড়িতে পানি পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, পানির সমস্যার সমাধান কবে হবে তা জানতে যোগাযোগ করা হলেও ওয়াসা বলতে পারছে না। একাধিক ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দেবেন বলে জানিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে সবাই অসহায় হয়ে পড়েছেন। দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার ৪ নম্বর জোনের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ মজুমদার বলেন, তীব্র গরমের কারণে পানির চাহিদা বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরে মিরপুরের কয়েকটি এলাকায় পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এসব এলাকায় কিছুটা হলেও যেন পানি দেয়া যায় আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি।
তিনি বলেন, পানির পাম্প বসাতে জায়গা সংকট থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। তারা পানির জন্য টিউবওয়েল বসাতে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এটি হলে আর মিরপুরে তেমন পানি সংকট থাকবে না বলে জানান তিনি।