সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৬ পিএম, ১ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩২ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শ্রমিকের নাম- মিজানুর রহমান (২১)। সে জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মন্তার আলী মদনের ছেলে।
গতকাল মঙ্গলবার (৩১ আগষ্ট) রাত অনুমান সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে গোবিন্দগঞ্জ পয়েন্টে অবস্থিত রাজ্জাক ম্যানশনের ভবন নির্মাণের কাজ শেষ করে গতকাল মঙ্গলবার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৬টায় অন্যান্য শ্রমিকদের সাথে গোসল করার জন্য বৈদ্যুতিক মটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক মিজানুর রহমান।
পরে অন্যান্যও শ্রমিকরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈতক সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- পুলিশ রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছে। নির্মাণ শ্রমিক মিজানুর রহমানের মৃত্যুতে কারো কোন অভিযোগ না থাকার কারণে তার লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হয়।