কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার কণ্যা ধর্ষণের চেষ্টায় একজন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩ পিএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৫:০৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের কালীগঞ্জে এক মুক্তিযোদ্ধার কণ্যাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের। লম্পট লাল মিয়াকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাক্ষণগাঁও আশ্রয়ন প্রকল্প-০২ এ মৃত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের কণ্যা (৩৫) বসবাস করে আসছে। স্থাণীয় ব্রাক্ষণগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের লম্পট ছেলে লাল ময়া (৪০) বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কু-প্রস্তাব ও ভয়ভীতি প্রদান করে আসতেছিল। গত ২৮ আগষ্ট ২০২১ শনিবার সন্ধ্যা অনুমান সারে ৭টার দিকে ভিকটিম মুক্তিযোদ্ধা কন্যা তার বসত বাড়ীর রুমে টিভি দেখতে ছিল। এ সময় লম্পট লাল মিয়া (৪০) পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক ঘরে অনাধিকার প্রবেশ করে ভিকটিমের পরোনের কাপড় চোপড় টানা হেচড়া করতে থাকে। ভিকটিমের শরীরের স্পর্ষকাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে পরোনের লুঙ্গি খুলিয়া যৌন কামনা পূরণ করার চেষ্টা করে। এ সময় ভিকটিম জোরে ডাক চিৎকার করিতে থাকিলে লম্পট লুঙ্গি খুলিয়া দ্রুত পালাইয়া যায়। পরবর্তীতে ভিকটিম কালীগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। কালীগঞ্জ থানা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৪) ধারায় মামলা নং-১০, তাং-২৯/৮/২০২১ রুজু করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা কণ্যা ভিকটিম বলেন, লম্পট লাল মিয়া একজন খারাপ মানুষ। সে দীর্ঘদিন যাবৎ আমাকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে ও ভয়ভীতি প্রদান করে আসতে ছিল। শনিবার সন্ধ্যা সারে ৭টার দিকে আমি ঘরে টিভি দেখতে ছিলাম। এ সময় লম্পট লাল মিয়া আমার ঘরে প্রবেশ করে আমার পরোনের কাপড় চোপড় টানা হেচড়া করতে থাকে। এবং শরীরের স্পর্ষকাতর বিভিন্ন স্থানে হাত দেয়। আমি জোরে ডাক চিৎকার করিতে থাকিলে লম্পট লাল মিয়া লুঙ্গি খুলিয়া ফেলে রেখে দ্রুত পালাইয়া যায়। পরবর্তীতে আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে কালীগঞ্জ থানা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৪) ধারায় মামলা নং-১০, তাং-২৯/৮/২০২১ রুজু করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে থানার মামলা নং ১০(৮)২১, তারিখ ২৮ আগষ্ট ২০২১ইং রুজু করা হয়েছে। আসামী লাল মিয়াকে আটক করে আজ রবিবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।