হাতিয়ায় পুকুরে পাওয়া গেলো ইলিশ মাছ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯ পিএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৩৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়ার হরনী ইউনিয়নের বয়ারচরে একটি পুকুর সেচ করার পর ১ টি ইলিশ মাছ পাওয়া গেছে। ইলিশটির ওজন প্রায় ৩০০ গ্রাম বলে জানা যায়।
সেচ দেয়া পুকুরের অন্যান্য মাছের সাথে এ ইলিশটি বাজারে বিক্রি করতে আনলে চারদিকে শোরগোল পড়ে যায় এবং তা দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
আজ রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার হরনী ইউনিয়নের বয়ারচরের মাইনুদ্দিন বাজারের শরিয়তপুর সমাজের বাসিন্দা মো. বেলালের পুকুরে এ ঘটনাটি ঘটে।
হরনী ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক মাওলানা আবু সাইদ বলেন, বেলালের পুকুরে ইলিশ মাছ টি পাওয়া গেছে। জোয়ারের পানি প্রবেশ করার সময় হয়তো তখন ইলিশটি পুকুরে ঢুকে গেছে।
পুকুরের মালিক মো. বেলাল বলেন, বাড়ির পুকুর সেচ দিয়ে অন্যান্য মাছের সাথে ৩০০ গ্রামের ১ টি ইলিশ মাছ পেয়েছি। আজ সকালে বাড়ির পাশে মাইনুদ্দীন বাজারে গিয়ে মাছটি বিক্রি করেছি।
এবিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুস সাকিব খান বলেন, ইলিশ মাছ একটি বিচিত্র বৈশিষ্টের মাছ। নদীর জোয়ারের পানি পুকুরে প্রবেশ করার সময় তখন হয়তো নোনা পানির সাথে ইলিশটিও প্রবেশ করতে পারে।
তিনি আরও বলেন, এখন দেশে পুকুরে ইলিশ চাষ নিয়েও গবেষণা চলছে।