সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে দুই নৌকার সংঘর্ষ, শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ২৬ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:১০ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদীতে পারিবারিক পিকনিক শেষে বাড়ি ফেরার সময় দুই ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষে পানিতে ডুবে আয়শা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।
গতকাল বুধবার (২৫ আগষ্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা স্কুল এ্যান্ড কলেজের বানিজ্য বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আয়শা আক্তার একই ইউনিয়নের পারপাড়া এলাকার খালা বাড়ী থেকে গত মঙ্গলবার সকালে পারিবারিক পিকনিকে ইঞ্জিন চালিত নৌকায় কুড়িগ্রাম জেলার রৌমারির টিক্কারচরে যান। নৌকা ভ্রমন শেষে বাড়ী ফেরার সময় গত মঙ্গলবার (২৪ আগষ্ট) রাত ৮টার দিকে ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে এলে বিপরীত দিক থেকে মালবাহী ইঞ্জিন চালিত নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুটি নৌকাই ডুবে যায়।
পিকনিকে যাওয়া ১৫/১৬ সদস্য সাতরে পাড়ে পৌছলেও আয়শা আক্তার নিখোঁজ হয়। রাত থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে কেউ উদ্ধার করতে সক্ষম হয়নি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রকিবুল ইসলামএর নেতৃতে ৪ সদস্যর একটি ডুবুরী দল ৪ ঘন্টা চেষ্টা করেও শিক্ষাথীকে উদ্ধারে ব্যার্থ হয়ে চলে যান।
পরে স্থানীয়রা মালবাহী ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। এরপর বুধবার বিকেল ৪টার দিকে কৃষ্টপুর ব্রীজ এলাকায় নৌকা ডুবির ১০০ গজ দুরে দাউনিয়া বড়শীতে শিক্ষার্থীর পড়নের কাপড় আটকে যাওয়া মৃতুদেহ স্থানীয়রা উদ্ধার করে। নিহত শিক্ষার্থী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের আবু বক্করএর একমাত্র মেয়ে বলে জানাগেছে। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, শুনেছি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।