কুষ্টিয়ায় ড্রেন ভর্তি ফেনসিডিলের খালি বোতল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ পিএম, ২৫ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৩০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়া শহরের পেয়ারাতলায় পৌরসভার ময়লার ড্রেনে ভাসছে হাজার হাজার নিষিদ্ধ ফেনসিডিলের খালি বোতল। একসাথে এতগুলো নিষিদ্ধ নেশা জাতীয় ফেনসিডিলের খালি বোতল ড্রেনের মধ্যে ভাসতে দেখে হতবাক এলাকাবাসী। তবে কেউই বলতে পারছে না এতগুলো ফেনসিডিলের বোতল কিভাবে ড্রেনের ভিতরে আসলো।
এলাকাবাসীর ধারণা, নেশা করার পরে ফেনসিডিলের খালি বোতল গুলো বস্তায় ভরে রাতে কোন এক সময় ফেলে দিয়ে গেছে।
এ বিষয়ে কুষ্টিয়ার সচেতন নাগরিকরা বলছে, একসাথে এতগুলো নেশাজাতীয় ফেনসিডিলের খালি বোতল ড্রেনের মধ্যে ভাসার বিষয়টি স্বাভাবিক নয়।
এখন বোঝা যাচ্ছে কুষ্টিয়ায় মাদকের পরিস্থিতি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে।
তাই তাদের দাবী যুবসমাজকে ভয়ঙ্কর মাদকের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনকে খুঁজে বের করতে হবে ফেনসিডিলের খালি বোতলের উৎস।