সিরাজগঞ্জে লরির ধাক্কায় অটোরিকশার ৩ আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ২৫ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৪৪ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন- সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে ও অটো চালক খোদা বক্স, একই গ্রামের ফুলচানের ছেলে হায়দার আলী এবং আফজাল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন।
আজ বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নলকা হাটিকুমরুল-মহামড়কের পাঁচলিয়া নামকস্থানে মহাসড়ক পারাপারের সময় যাত্রী বোঝাই অটোরিকশাকে একটি লরি ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলমঙ্গীর হোসেন জানান, বুধবার ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্যাংক লরি পাঁচলিয়া নামকস্থানে যাত্রী বহনকারী একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যায়। পরে কামারখন্দ ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।
হাটিকুমরুল হাইওয়ো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান, ভোরে পাঁচিলয়া বাজার এলাকায় একটি অটোরিকশা মহাসড়ক পারাপার হওয়ার সময় একটি ট্যাংক লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন মারা যায়। তবে ঘাতক ট্যাংক লরিকে আটক সম্ভব হয়নি।।