আলফাডাঙ্গায় বন্যার পানিতে ভাসছে নিম্নাঞ্চলের হাজারো মানুষের ঘর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৮ পিএম, ২৩ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০২:৩৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সম্প্রতি ফরিদপুরের আলফাডাঙ্গায় বন্যার পানিতে ভাসছে নিম্নাঞ্চলের হাজারো মানুষের ঘর।
৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলাটির বেশিরভাগ মানুষই মধুমতির জেগে ওঠা চরে বসবাস করেন। তাই বন্যার পানি এলেই চরের খেটে খাওয়া মানুষ গুলো দিশেহারা হয়ে পড়েন। বেশ কয়েক বছর বন্যার পানি স্বাভাবিক থাকায় নদী ভাঙ্গার পর চরে তাড়াহুড়া করে বাড়ি করায় এবার বাড়ি গুলো বন্যার পানিতে ভেসে গেছে।
উপজেলার খোলাবাড়িয়া গ্রামের চর এলাকা ঘুরে দেখা গেছে মজি মোল্লার ছেলে মিকাইলের বাড়ির রান্না ঘরসহ টয়লেটের স্থানে কোমর পানি। এ ছাড়া আব্দুল গফবফার মোল্লার বাড়ি, যহুর মোল্লার বাড়ি, মনু মোল্লার বাড়িসহ উপজেলার গোটা নিম্নাঞ্চলের একই চিত্র। অনেকের চুলা জালানো বন্ধ রয়েছে।
এ ছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে মরিচের ক্ষেত, রুপা আমন, ইরি ধানের ব্লোক সহ কৃষকের সবজি ক্ষেত। এখন ও কোন ত্রাণ পৌছায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার গুলো।
এদিকে বন্যা সতর্ক করণ কেন্দ্রের দেওয়া তথ্যমতে আগামী কয়েকদিন ফরিদপুরে বন্যার পানি আরো বাড়তে পারে। এ ভাবে পানি বাড়তে থাকলে অসহায় মানুষ গুলি কোথায় আশ্রয় নেবে তা তাদের অজানা।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী দিনকালকে বলেন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।