ফেনীতে স্বামীকে হত্যা করে পালানো স্ত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৫ পিএম, ২২ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৪২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনী সদরে সুফী সদর উদ্দিন সড়ক এলাকায় প্রবাস ফেরত স্বামী সোহেলকে হত্যা করে পালিয়ে যাওয়া স্ত্রী রোকেয়া আক্তার শিউলীকে(২৮) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার (২১ আগস্ট) রাতে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিউলীকে গ্রেপ্তার করে।
এই সময় তার দুই সন্তানকেও উদ্ধার করা হয়। র্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত শুক্রবার (২০ আগস্ট) ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কে চৌধুরী সুলতানা ভবনে মো. সোহেলকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর সোহেলের স্ত্রী রোকেয়া আক্তার শিউলী দুই সন্তানকে সাথে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই পুলিশ এবং র্যাব শিউলির সন্ধানে অভিযান পরিচালনা করে। শনিবার রাতে র্যাব গোপন সূত্রে জানতে পারে শিউলি দুই সন্তানসহ ফটিকছড়ি উপজেলায় অবস্থান করছে।
গোপন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল ফটিকছড়ি থেকে শিউলিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রাতেই র্যাবের ফেনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। আজ রোববার ফেনী ক্যাম্পে এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।