রংপুর মেট্রোপলিটন ডিবি অভিযানে বাড়িতে ডেকে আপত্তিকর ছবিতুলে প্রতারণা চক্রের স্বামী-স্ত্রী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৮ এএম, ২১ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৪:১৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
মানুষের সাথে সম্পর্ক তৈরী করে নিজ বাড়িতে ডেকে আটকে আপত্তিকর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়া নেয়া স্বামী-স্ত্রী চক্রের ২ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
আজ শুক্রবার বিকেলে মেট্রোপলিটন গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, দিনাজপুরের একটি ডায়াগনেস্টিক সেন্টারে নিজেকে সেবিকা বলে এক স্কুল শিক্ষকের সাথে পরিচিত হয় দিনাজপুর খানসামার বাসিন্দা শাহিনা বেগম। এরপর ওই স্কুল শিক্ষককে গত ১১ আগস্ট ডাক্তার দেখানোর নাম করে রংপুরে নিয়ে আসেন। এরপর ডাক্তার চেম্বারে দেরি করে আসবেন বলে হোটেলে খাওয়া-দাওয়ার পর পাশেই কটকিপাড়ায় ভাবীর বাড়ি আছে বলে সেখানে নিয়ে যান। বাসায় প্রবেশ করে ওই শিক্ষক দেখেন বাড়িতে আরও ২ জন মহিলা অছেন।
বাড়িতে অবস্থানের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মমিন (২৪)সহ অজ্ঞাত আরও ২জন এসে রুমের দরজায় জোরে ধাক্কা দেয়। তারা ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অজ্ঞাত যুবকরা ওই শিক্ষককে জোর করে খাটে বসিয়ে দুই নারীকে পাশে রেখে ছবি তোলে। এ সময় শাহীনা ওই শিক্ষকের কাছে ৫ লাখ টাকা দাবী করে এবং টাকা না দিলে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার সম্মানহানীর হুমকি দেয়। ওই শিক্ষক লজ্জা ও ভয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শাহিনাকে ৩৫ হাজার টাকা দেয়।
গত ১৯ আগস্ট বৃহস্পতিবার সেই শিক্ষক মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর গতকাল মধ্যরাতে কটকিপাড়া থেকে প্রতারক শাহীনা ও তার স্বামী মমিনকে গ্রেফতার করে পুলিশ।