বঙ্গোপসাগরে আরো ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ১৮ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:১৩ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় দুইদিনে ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত এই নৌকায় থাকা বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।
জানা যায়, গত সোমবার (১৬ আগস্ট) সন্দ্বীপ থানা পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। এরপর গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) সন্দ্বীপ থানা পুলিশ একজন এবং কোস্টগার্ডের পূর্ব জোনের টিম ৭ জনের লাশ উদ্ধার করেছে। জোয়ারের সময় লাশগুলো ভেসে আসলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই উদ্ধারকাজ চালানো হয়।
উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে ৬ জন শিশুও রয়েছে। এদের বয়স আনুমানিক ৬ মাস, ১ বছর, ৫ বছর ও ৬ বছর। এর মধ্যে ৪টি মেয়ে শিশু এবং ২টি ছেলে শিশু।লাশগুলো ভাষাণচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
এক কোস্টগার্ড কর্মকর্তা জানান, দালালরা বড় নৌকায় বঙ্গোপসাগর পার করার কথা বললেও ছোট ছোট নৌকা দিয়েই তারা তা করছে। এতেই এমন দুর্ঘটনা ঘটছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকে বিমানবাহিনীর হেলিকপ্টার ও নৌবাহিনীর জাহাজ বঙ্গোপসাগর এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। ১১ জনের লাশ উদ্ধারের পাশাপাশি ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় কাঠের নৌকায় ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৩৮-৪০ জন রোহিঙ্গার একটি দল। পরে ভাসানচর থেকে আনুমানিক ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়।