সিরাজগঞ্জে ট্রাক ও সেনা পিকআপ সংঘর্ষে ২ সেনা সদস্য নিহত, আহত ০৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পিএম, ১৭ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৫৬ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক ও সেনাবাহিনীর পিকআপ সংঘর্ষে দুইজন সেনা সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন।
গতকাল সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যরা হলেন, রায়গঞ্জের নওদাশালুয়া মোজাফফরের ছেলে কর্পোরাল মেহেদী (৩৬) এবং রাজশাহীর পুঠিয়া থানার ঝলমলিয়ার শ্যামল দত্তের ছেলে সৈনিক দীপঙ্কর দত্ত (২১)।
আহতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরার বীরকান্দি এলাকার শাহানুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল (২১), বগুড়া জেলার বেলকুচি এলাকার আব্দুল মজিদের ছেলে ল্যান্স কর্পোরাল ইমরান (৩০), সার্জেন্ট ফিরোজ (৩৫) ও সৈনিক মেহবুব (২৪)।
সার্জেন্ট ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, সন্ধ্যায় বঙ্গবন্ধু সেনানিবাসের আর ই ১১ ব্যাটালিয়ানের ৭জন সদস্য নলকা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন।
এসময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর বঙ্গবন্ধু সেতু টহল পিক আপে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরেকজন সেনাবাহিনীর সদস্য নিহত হন ও চারজনকে জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়েছে। ট্রাকটির হেলপার ও চালক পলাতক রয়েছে।
এদিকে দুর্ঘটনা কবলিত সিমেন্ট বোঝাই ট্রাক এবং সেনাবাহিনীর পিকআপটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।