ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত- ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১০ পিএম, ১৫ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ১১:৪৪ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন।
গতকাল শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন।
তিনি জানান, মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় সকাল থেকেই একটি ট্রাক দাঁড়ানো ছিলো। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাত সাড়ে আটটার দিকে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহত অবস্থায় বাসের অন্তত ১৫ যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২৯ জন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।