আগৈলঝাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাজারের জায়গা দখলের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৬ পিএম, ১৪ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ১১:০৭ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বরিশালের আগৈলঝাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিন’শ বছরের পুরানো পবিত্র মাজারের জায়গা দখলের পায়তারা করছে একটি ভূমিদস্যু চক্র। এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
সরেজমিন, এলাকার জনসাধারণ সূত্রে জানা গেছে আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল গ্রামের ৩শ বছরের আগে প্রতিষ্ঠিত হযরত কালে খাঁ (রঃ) পীর সাহেবের মাজারের জায়গা জবরদখল করে ঘর নির্মানের চেষ্টা করছে, এলাকায় ভূমিদস্যু খ্যাত ঐ গ্রামের মৃতঃ মোহাম্মদ আলী বেপারীর পূত্র আনোয়ার বেপারী, আব্বাস বেপারী ও তাদের সাঙ্গপাঙ্গরা।
মাজারের জমাজমির দলিলাদী, কাগজপত্র সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল মৌজা জে.এল নং ২৪ আর.এস ৪৭, এস.এ ২৯ খতিয়ানের, আর.এস ও এস.এ ৯৮,৯৯,১০০,১০১,১০২,১০৫ নং দাগে মাজারের নামে মোট ১ একর ১৩ শতাংশ জমি মাজারের নামে ভোগ দখল করে আসছে।
ভূমিদস্যু আনোয়ার, আব্বাস জাল জালিয়াতির আশ্রয় নিয়ে মাজার সংলগ্ন জায়গা জবরদখল করে ঘর নির্মানের চেষ্টা করছে। মাজার কমিটির সভাপতি এনায়েত হোসেন নান্নু বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে, মামলা নম্বর ২৮/২০২১ ।
আদালত ওই সম্পত্তিতে কোন স্থাপনা নির্মান না করার নির্দেশ দিলেও উক্ত ভূমিদস্যুরা তা তোয়াক্কা করছেনা। তারা আইন অমান্য করে ঘর নির্মানের চেষ্টা করার নানা অপকৌশল করছে। যা নিয়ে ওই এলাকার সাধারন মানুষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
এ ব্যাপারে মাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ মুরাদ সিকদার জানান মাজারের জায়গা জবরদখল করে ভূমিদস্যুরা ধর্মীয় অনুভূতে আঘাত হেনেছে। সহঃ সভাপতি বখতিয়ার সিকদার জানান শত শত বছরের পবিত্র মাজারের জায়গা জবরদখল এলাকাবাসি মেনে নিবে না, তারা এর প্রতিবাদ ও প্রতিহত করবেন।
এ ব্যাপারে আনোয়ার আব্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।