রৌমারীতে বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২০ পিএম, ৯ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ১২:২৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার (৮ আগস্ট) জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার গয়টাপাড়া, মোল্লারচর, হিজলামারী,সাহেবের আলগা ও রাজিবপুর উপজেলার বালিয়ামারী বিওপি এলাকা থেকে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। এ সময় ৩ হাজার ২৮৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬৯ বোতল ভারতীয় মদ ও ৫শ গ্রাম গাজা মালিক বিহীন উদ্ধার করা হয়। যার মূল্য ১০ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা।
এব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন (পিএসসি) জানান, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।