সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে লোহা ও ব্রীজের গার্ডার উদ্ধার, গ্রেপ্তার-৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৬ পিএম, ৮ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৬:২৯ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার্ড কলোনীর বসুন্ধরা বস্তিতে সেলিম খান সেলীর বাড়িতে অভিযান চালিয়ে ব্রীজের গার্ডার ও ৪ টুকরা রেল উদ্ধার করেছে। এই পরিমান রেল সম্পদ চুরির অপরাধে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা ৫ জনকে গ্রেপ্তার করেছে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (ইন্সপেক্টর) নূর-এ নবী জানায়, রবিবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর বসুন্ধরা বস্তিতে সেলিম খান সেলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ব্রীজের গার্ডার ও মিটার গেজ লাইনের ৪ টুকরা রেলসহ ঘটনাস্থল থেকে রেল সম্পদ চুরির অপরাধে হাতেনাতে ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার বোরহান উদ্দিনের ছেলে সম্রাট হোসেন (২৫), একই মহল্লার আবুল হোসেনের ছেলে সাহেব আলী (৩০), সেলিম খান সেলীর ছেলে সজিব ওয়াজেদ জয় (২৫), ষ্টেশন কলোনীর মৃত-দোয়াত শেখের ছেলে হেলাল শেখ (৩৬), হাউজিং কলোনীর আলম হোসেনের ছেলে সুজন হোসেন (৩০)।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকিতে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল ও উদ্ধার) আইন ২০১৬ (৪) নং ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল গুলো আনুমানিক ওজন ২৫০ কেজি। যাহা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।