ফুলবাড়ী সীমান্তে ৫ বাংলাদেশীকে বিজিবির কাছে বিএসএফের হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ পিএম, ৮ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০২:০০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ভারতের ইটভাটায় কাজ শেষে বাড়ী ফেরার পথে আটক নারী-শিশুসহ পাঁচ বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।
আজ রবিবার (৮ আগস্ট) সকালে আটকদের মধ্যে দুই শিশুকে প্রবেশন অফিসারের মাধ্যমে অভিভাবকদের জিম্মায় এবং তিনজনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর বিষয় নিশ্চিত করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তের ৯৪২/৭এস আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে পতাকা বৈঠকের মাধ্যামে তাদের হস্তান্তর করা হয়।
এ সময় ভারতীয় ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের ধাপড়াহাট ক্যাম্পের ইন্সপেক্টর বিবেক মিলা এবং লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী নেতৃত্ব দেন।
হস্তান্তর করা বাংলাদেশীরা হলেন, উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কামালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কালাম (২৫) স্ত্রী শাহনাজ বেগম (২২) ছেলে শাহজালাল (০৫) এবং উপজেলার জকারহাট আমতলা গ্রামের ওমেদ আলীর স্ত্রী নুরজাহান বেগম (৩৫) ও তার ছেলে নুর ইসলাম (০৭)।
এ প্রসঙ্গে কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ পাঁচ বাংলাদেশীকে হস্তান্তর করেছে। অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করে রাতেই তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।