চন্দনাইশে মাছ ধরতে গিয়ে বিলে পাওয়া গেল মানুষের কঙ্কাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০১ পিএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৫০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চন্দনাইশের বরকল ইউনিয়নের পাঠানদন্ডি সুচিয়া বিলে পাওয়া গেল মানুষের একটি কঙ্কাল।
গতকাল শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে চন্দনাইশ থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বরকল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান জানান, গতকাল দুপুরের দিকে এলাকার কয়েকজন যুবক ইউনিয়নের পাঠানদন্ডি সুচিয়া বিলে মাছ ধরতে যায়। তারা বিলে মাছ ধারার উদ্দেশ্যে কচুরিপানা পরিষ্কার করার এক পর্যায়ে মানুষের কঙ্কালটি দেখতে পেয়ে ভয়ে বিল থেকে উঠে যায়। তাদের থেকে জানার পর চন্দনাইশ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. মজনু মিয়া জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। তিনি বলেন, কঙ্কালটি আনুমানিক ২ থেকে ৩ মাস আগে মারা যাওয়া কোনো মানুষের। এ ব্যাপারে একটি জিডি করে ময়না তদন্তের জন্য শনিবার কঙ্কালটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
তিনি বলেন, যে স্থানে কঙ্কালটি পাওয়া গেছে তা খুবই নির্জন এলাকা। আমরা বিভিন্ন রকমের ধারণা করছি, কেউ হয়তো কঙ্কালটি ওখানে ফেলে যেতে পারে। আবার কেউ মাছ ধরতে গিয়ে হয়তো সাপের কামড়ে প্রাণ হারাতে পারে। অথবা পানির তোড়ে কবর থেকে লাশটি ভেসে উঠলে শিয়ালের দল হয়তো লাশটি টেনে ওখানে নিয়ে আসতে পারে।