সোনারগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় চিকিৎসাধীন একজনের নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৭ পিএম, ৬ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:০৫ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ শাহিদা বেগম মারা যান। আহতদের মধ্যে আরো দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় বুধবার রাতে ব্যবসায়ী মো. সাদেকুর রহমান বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। নিহত শাহিদা বেগমের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানায় দায়ের করা মামলার এজহার থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ব্যবসায়ী সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে সাদেক ও হাবিবের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে দিকে হাবিবের জমিতে বাউন্ডার নির্মান ও লিচু গাছ লাগাতে গেলে সাদেক বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষ তিনজন টেটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়।
আহতরা হলেন আলগীরচর গ্রামের সাদেকুর রহমানের পক্ষের মনির হোসেন, দেলোয়ার হোসেন, শাহিদা বেগম, হামিদা,শারমিন, রেজাউল,বিদ্যুত ও শাকিল আহত হয়।হাবিবুর রহমানের পক্ষে হাবিব,জিয়া,জামির,আবেদা,জাহানারা,সামিয়া । আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শাহিদা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও মনির হোসেন ও দেলোয়ার হোসেনের অবস্থা আশংকাজনক।
ব্যবসায়ী সাদেকুর রহমান বলেন,এই জমি আমি ক্রয় সূত্রে মালিক, হাবিবুর রহমান এই জমির মালিক নয়, তারা বাউন্ডার নির্মান ও লিচু গাছ লাগাতে আমি বাধা দিলে আমার দশ আত্মীয় স্বজনকে অর্তকিত হামলা চালিয়ে টেঁটাবিদ্ধ ও পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাছারা এই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছেন।
ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন,আমার পৈত্বক সূত্রে জমিতে বাউন্ডার নির্মান ও লিচু গাছ লাগাতে গেলে সাদেকুর রহমান বাধা দিয়ে তার লোকজন দিয়ে আমাদের পরিবারে উপর হামলা চালায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, টেঁটাবিদ্ধ ও পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আহতদের মধ্যে শাহিদা বেগম মারা যান। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।