কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ এএম, ৬ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:৪০ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় নুরুল আলম নুরু (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব।
আজ বৃহস্পতিবার ভোররাত ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব।
নিহত নুরু রোহিঙ্গা ডাকাত নুরু বাহিনীর প্রধান বলে জানিয়েছে র্যাব। বন্দুকযুদ্ধের এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে। র্যাব-১৫ কক্সবাজারের আওতাধীন টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুবুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিন্ডিত করে বলেন, একটি দল রোহিঙ্গা ডাকাত দল অপহরণ ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে দমদমিয়ায় অভিযান চালায় র্যাব। এ সময় রোহিঙ্গা ডাকাত দল র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে তার পরিচয় নিন্ডিত হওয়া যায়।
তিনি আরও বলেন, র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় লম্বা বন্দুক, চার রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের দুজন সদস্য আহত হয়েছেন। টেকনাফ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।