না’গঞ্জের ফতুল্লায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত মাদক ব্যবসায়ি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৭ পিএম, ৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:০৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক ব্যবসায়িকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে থানার সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) দিপাংকর কুমার পাড়ই। তার পেটে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। পরে এলাকাবাসীর সহায়তায় মাদক ব্যবসায়ি নাজমুলকে গ্রেপ্তার করা হয়। আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার (৪ আগস্ট) রাতে ফতুল্লার বক্তাবলী পুলিশ ফাঁড়ি এলাকায় ঘটনাটি ঘটে। গ্রেপ্তারের সময় নাজমুলের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা এবং ছুরি জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই দিপাংকর কুমার সঙ্গীয় ফোর্সসহ নাজমুলকে আটক করে। এ সময় নাজমুল সুইচ গিয়ার ছুরি দিয়ে দিপাংকর কুমারের পেটে আঘাত করে। এরপর আবার ছুরিকাঘাতের চেষ্টা করলে সেটি দিপাংকর হাত দিয়ে ঠেকাতে গেলে মারাত্মক জখম হয়। এসময় নাজমুল দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় ২৫০ ইয়াবা ও একটি সুইচ গিয়ার চাকুসহ তাকে গ্রেফতার করে।