জয়পুরহাটে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭ পিএম, ২ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৬:৩৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় অপর ৩ কৃষক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২ আগস্ট) আনুমানিক বেলা ৯ টার দিকে পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক- পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের পুত্র দুলাল হোসেন (৫৫) ও একই গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মোফাজ্জল হোসেন (৫৩) মোফাজ্জল এর পুত্র সাব্বির হোসেন (১৭)।
স্থানীয়রা জানান সোমবার সকালের নয়টার দিকে কয়েকজন কৃষক বাড়ির পাশে রতনপুর জোড়াপুকুর মাঠে কৃষি জমিতে কাজ করতে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা মাঠের মধ্যে থাকা একটি গভীর নলকুপের ঘরের ভিতরে অবস্থান নেয়। এ সময় নিহত তিন কৃষক ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। ঘরের ভিতরে থাকা অপর ৩ কৃষকও আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।