ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের পূর্ব বাজিত পুর গুচ্ছ গ্রামে কবরস্থানের জায়গা দখলের পায়তারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৯ পিএম, ১ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০২:১১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব বাজিতপুর গুচ্ছগ্রামে কবর স্থানের জায়গা দখল করার পায়তারা প্রতিপক্ষদের।
আজ রবিবার (১ আগস্ট) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব বাজিতপুর গুচ্ছগ্রামের আব্দুল কুদ্দুস এর পুত্র মোঃ মহিদুল ইসলাম (৩৫) এর অভিযোগে জানা যায়, একই গ্রামের মোঃ মোসলেম উদ্দীন এর পুত্র মোঃ অহিদুল (৪০) ও শহিদুল (৫০) গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টায় ৪ গ্রামের জনসাধারণের কবরস্থানে যাওয়ার রাস্তাটি জোর পূর্বক কেটে দখল করার চেষ্টা করেন।
অবশেষে স্থানীয় ৪ গ্রামবাসীর বাঁধার দেওয়ার কারণে কবরস্থানে যাওয়ার রাস্তাটি কাটা বন্ধ করেন মোঃ মোসলেম উদ্দীন এর পুত্র মোঃ অহিদুল (৪০) ও শহিদুল (৫০)। এই ঘটনায় প্রতিপক্ষরা ঐ রাস্তায় থাকা প্রায় ৫০টি কলা গাছ কেটে ফেলেন। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পূর্ব বাজিতপুর গুচ্ছ গ্রামের আব্দুল কুদ্দুস, গোলাম রসুল, মোঃ সাজু, আব্দুল সাত্তার মন্ডল, কাদের মন্ডল, জমিল মন্ডল, জয়নাল মন্ডল, আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোঃ হবিবর রহমান জানান, আমরা ৩ যুগ ধরে ৪ গ্রামের লোকজন ঐ রাস্তা দিয়ে কবরস্থানে গিয়ে দাফন কার্য সম্পন্ন করা হয় কিন্তু প্রতিপক্ষরা প্রতিবছর রাস্তাটি কেটে জমি বের করেন। এতে গ্রামের কোন লোক মৃত্যুবরণ করলে রাস্তা না রাখায় কবরস্থানে যেতে সমস্যার মুখে পড়তে হয়। আমরা স্থানীয় প্রশাসনের তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই।
এ বিষয়ে শিবনগর ইউপির ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ সাজেদুর রহমান সাজুর সাথে কথা বললে তিনি জানান, আমি অনেক আগে গ্রামের লোকজনের যাতায়াতের জন্য ঐ রাস্তাটি তৈরি করে দিয়েছি। বর্তমান যে সমস্যার সৃষ্টি হয়েছে তা আমি স্থায়ী ভাবে সকলকে ডেকে সমাধান করা হবে।