ভূরুঙ্গামারীতে একই পরিবারের ৯ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ২৯ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:২০ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের ৭ জন সহ ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর কাছুর মোড় থেকে তাদেরকে আটক করে সহকারি কমিশন (ভূমি) জাহাঙ্গীর আলম নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সাবিকা খাতুন (৫০) আছমিরা (১৮) নাদিম (১৫), রিয়াজ (১০) তাছমিরা (৭), রুমাজান(৫), ইসমাইল (৩)। অপর দুইজন হলেন টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ইসমাইল হোসেন (১৮)।
সহকারী কমিশন (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, লকডাউন কার্যক্রম বাস্তবায়নকালে দেখা যায় একটি অটোরিকশা কিছু লোক গাদাগাদি করে যাচ্ছে। রিকশাটি থামিয়া জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। আধিকতর জিজ্ঞাসাবাদে তারা জানায় সলিম নামের এক ব্যক্তির মধ্যস্ততায় ভারত যাওয়া উদ্দেশ্য রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।