ধামরাইয়ে মাদক ব্যবসায়ীর ভাই আওয়ামীলীগের সম্ভ্যাব চেয়ারম্যান প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৮ পিএম, ২৫ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৫৮ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে এক মাদক ব্যবসায়ী ভাই আমজাদ মোল্লা এখন আওয়ামীলীগের সম্ভ্যাব চেয়ারম্যান প্রার্থী।
জানাগেছে, ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিত নগর গ্রামের মাদক সম্রাট মানিকের ভাই গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা এখন ৭নং গাঙ্গুটিয়া ইউনিয়নের আওয়ামিলীগের সম্ভ্যাব চেয়ারম্যান প্রার্থী।
আমজাদ মোল্লা জনগনকে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি চেয়ারম্যান হলে মাদক মুক্ত ইউনিয়ন গড়বেন বলে বিভিন্ন স্থানে গনসংযোগ চালাচ্ছে। মাদক সম্রাট মানিকের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে সূত্রে জানা যায়।
চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন মোল্লার ভাই ছাড়া ও আপন বোনের ছেলে মিজান ও ভাতিজি জামাতা সুমন মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন ধরে। এই মাদক সম্রাটদের কারনে এলাকার উঠতি বয়সী ছেলেরা মাদকাসকক্তে জড়িয়ে পড়ে এখন বিপথগামী।
আর এই মাদক বিক্রেতা ভাই, ভাগ্নে ও ভাতিজি জামাতাকে শেল্টার দিচ্ছে গা্ঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন মোল্লা।
এদের বিরুদ্ধে কোন ব্যাক্তি প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না ভয়ে। আবার প্রতিবাদ করলে ও ঐ ব্যাক্তিকে পুলিশ দিয়ে হয়রানি করে থাকে মাদক সম্রাটরা। মাসে লাখ লাখ টাকার মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে ধামরাইয়ের ললিত নগর গ্রামে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন মাদকদ্রব্য বেচাকেনা নিয়ন্ত্রণে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অতি অল্প সময়ে এই মাদক ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ার এলাকাবাসীর কাছে প্রশ্নের সম্মুখীন।
দূর্নীতি দমন কমিশন ( দুদক ) সঠিক তদন্ত করলে বের হয়ে আসবে আসল দলের বেড়াল।