চট্টগ্রামে পানিতে ডুবে শিশু সহ নিহত- ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ পিএম, ২৩ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:৩৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রামে পৃথক স্থানে পানিতে ডুবে ৪ শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। জেলার রাউজান ও ফটিকছড়িতে এ ঘটনা ঘটে।
এক বোন পানিতে পড়লে আরেকজন তাকে বাঁচাতে পুকুরে নামে। এতে দুই বোনেরই মৃত্যু হয় পানিতে ডুবে। বৃহস্পতিবার ১২টায় উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাজীপাড়া গুরা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা জলেন, সাকিবা আকতার (৬) ও আনিসা আকতার (৬)। তারা দুজনে সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য সাইফু উদ্দিন জানান, আপন দুই ভাই মোহাম্মদ জানে আলম মনু ও মোহাম্মদ মাহাবুবুল আল দুই মেয়ে খেলতে বের হলে একজন পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গেলে অপরজনও পুকুরে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরআগে গতকাল ঈদের দিন ফটিকছড়িতে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়। ফটিকছড়িতে ডোবায় (জলাশয়) ডুবে মুহাম্মদ ও আহমেদ নামের তিন বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) কোরাবানি ঈদের দিন উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীরপাড় রফিক সিকদার বাড়ির ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে। তারা পূর্ব সুয়াবিল কার্পাস পাড়া মোহাম্মদ তাহেরের জমজ দুই পুত্র।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে। খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পার্শ্বস্থ ডোবায় পড়ে ডুবে যায়। কোরবানির কার্যক্রম শেষে বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে ছেলেদের খোঁজাখুঁজি করছিলেন। এমন সময় ডোবায় মৃত অবস্থায় শিশু দুটোর লাশ ভেসে ওঠে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
অন্যদিকে ফটিকছড়িতে খালে পড়ে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার ভূজপুর থানার হালদা নদীর রাবারড্যামে এ ঘটনা ঘটে।
তিনি চট্টগ্রাম কাজের দেউড়ি রাবেয়া রহমান গলির মোহাম্মদ সেলিমের পুত্র। চট্টগ্রাম এম.ই.এস.কলেজের (অনার্স থার্ড ইয়ার) ছাত্র।
জানা যায়, চট্টগ্রাম কাজের দেউড়ি এলাকা থেকে বন্ধুদের সাথে বেড়াতে এসে রাবারড্যামে ঘুরতে যায় ইব্রাহিমরা। অসাবধানতায় নিচে পড়ে গেলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান হাসাপতালে আসার আগেই তার মৃত্যু হয়।
ইব্রাহিম বাবা মায়ের একমাত্র সন্তান। বন্ধুদের সাথে সেখানে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।