ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০২ পিএম, ২২ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৩০ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ভোলার লালমোহনে কোরবানীর গোস্ত আনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ ফারুখ (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
গতকাল বুধবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সবুজবাগ এলাকায় হালাদার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফারুখ লালমোহন পৌরসভা ১ নং ওয়ার্ডের পল্লীবিদ্যূৎ অফিস সংলগ্ন এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। সে লালমোহন বাজারের চৌরাস্তা মোড় এলাকায় জুতা ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ব্যবসায়ী ফারুকসহ কয়েকজন মিলে লঞ্চ ঘাটের রাস্তার মাথায় হাওলাদার বাড়িতে গরু কোরবানি দেন। বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে রিক্সায় যোগে হাওলাদার বাড়িতে কোরবানীর গোস্ত আনতে যান। পরে ওই বাড়ির দরজায় রিক্সা থেকে নেমে চালককে ভাড়া দেয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমোহন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।