রংপুরে দুই বাসের মুখোমুখি সংর্ঘষ, নিহত- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৭ পিএম, ২১ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩৬ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
আজ বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শামসুর রহমান (৪০)। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের সিংগিমারি গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিনাজপুরগামী হিমাচল বাসের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ২০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানোর জন্য ফায়ার সার্ভিস কাজ করছে।