কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৫ পিএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৫৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ ভোর ৫টার সময় কুষ্টিয়ার বটতৈল পোড়াদহ সড়কের খাজানগরে (বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন এর সামনে) ইজিবাইক ও মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল চালক নিহত হয়েছে। তার নাম মোঃ মারুফ (২৫)।
তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদাহের মোঃ মুক্তার হোসেন ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ইজিবাইকে দুজন যাত্রী নিয়ে বটতৈল থেকে পোড়াদহ অভিমুখে যাচ্ছিল। এ সময় পোড়াদহ থেকে আসা একটি দ্রুতগামী মটর সাইকেল ইজিবাইকটিকে ধাক্কা ধিয়ে রাস্তার উপর চালক মারুফ ছিটকে পড়ে যায়। এছাড়াও ইজিবাইকে থাকা দুজন যাত্রীসহ চালক আহত হয়।
পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। ইজিবাইক চালককে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও ১জন আহত হবার ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দিবাগত রাত বারোটার দিকে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাংশা আজিজ সর্দার মোড়ে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় স্বামী ও দুই সন্তান নিহত এবং স্ত্রী আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মৃত নিজাম প্রামাণিকের ছেলে ইসাহক প্রামাণিক (৩৫) এবং ইছাহকের দুই সন্তান মেয়ে শিখা (১৩) ও ছেলে জিহাদ (৭)।
নিহতের চাচাতো ভাই আজাদ জানান ২ বছর পূর্বে ইছাহক তার পরিবার নিয়ে জীবিকার তাগিদে ঢাকাতে যায়। সে ঢাকাতে মেলাইনের পণ্য বিভিন্ন জায়গায় বিক্রি করতো এবং তার স্ত্রী গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরী করতো। গতকাল সোমবার ঈদের ছুটিতে বাড়ি ফিরতে দৌলতদিয়া ঘাট থেকে কোন গাড়ি না পেয়ে মাহেন্দ্র গাড়িতে (থ্রী হুইলার) পাংশা আজিজ সর্দার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইছাহক ও তার দুই সন্তান মারা যায় এবং তার স্ত্রী রুবিকে গুরুতর আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহাম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ৪ জনের মধ্যে দুজন মারা গেছে এবং অপর দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর আরো একজন মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, পাংশা আজিজ সর্দার মোড় সংলগ্ন এলাকায় কুমারখালীর চরসাদিপুর গ্রামের একই পরিবারের তিনজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।