ভূরুঙ্গামারী হাসপাতালেকে 'ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা' এর অক্সিজেন কনসেনট্রেইটর উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪২ পিএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:০৩ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা'র পক্ষ থেকে করোনা রোগিদের জরুরী প্রয়োজনে ২টি অক্সিজেন কনসেনট্রেইটর প্রদান করা হয়েছে। এই কনসেনট্রেইটরটি সরাসরি বাতাস থেকে মিনিটে ৫ লিটার অক্সিজেন উংপাদন করতে পারে। এই ২টি সহ হাসপাতালে কনসেনট্রেইটর সংখ্যা দাড়ালো মোট ৮টি।
আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সারোয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএসএম সায়েম এর কাছে কনসেনট্রেইটর দু'টি হস্তান্তর করেন।
এসময় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মাঈদুল ইসলাম মুকুল, অর্থ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুল হক ও আয়নুল হক, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
করোনা সংকটে জনগণের পাশে দাড়ানোর জন্য ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থাকে উপজেলা প্রসাশন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
উল্লেখ্য, করোনা মহামারীর শুরু থেকে সংস্থাটি এই উপজেলার জনগণকে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচার প্রচারণা সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে আসছে। এই উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২০০ জন স্বেচ্ছাসেবক বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি করোনা মহামারী নিয়ন্ত্রণে কাজ করে আসছে।