নারায়ণগঞ্জ শহরের দেওভোগে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ১৮ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৫৪ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
এলাকার আধিপত্য বিস্তার ও মাদক বিক্রয়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে দুই গ্রুপের সংঘর্ষে মো: ইমন (২১) নিহত হয়েছে।
গতকাল শনিবার (১৭ জুলাই) পশ্চিম দেওভোগ হাজি বাড়ির সামনে রাত ১০টায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসীরা জানায়, এ অঞ্চলটিতে মাদক বিক্রেতাদের মধ্যে মাঝে মাধ্যেই উত্তেজনা থেকে সংঘর্ষ হয়। রাত ১০টায় হঠাৎ করে ওমর-ইমন গ্রুপের সঙ্গে ডেভিড-আব্দুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ডেভিড গ্রুপের ছুরিকাঘাতে ইমন মাটিতে লুটিয়ে পড়ে। ওমর-ইমন সম্পর্কে আপন দুই ভাই।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। স্থানীয় প্রভাববিস্তাররকে কেন্দ্র করে রাত দশটার দিকে দুটি গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইমন নামক একজনের মৃত্যু হয়। নিহতের লাশ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রয়েছে। কেনো, কি কারনে এবং কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
ডেভিড-আব্দুল্লাহও আপন দুই ভাই। তাকে উদ্ধার করে ভাই ওমর আহম্মেদ ও মো: আলী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।