গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে হাঁসের বাচ্চা মারার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ১৮ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ১০:৩০ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে ৫৩টি হাঁসের বাচ্চা মারার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃপাথুরিয়া গ্রামে। এঘটনায় ভুক্তভোগি বাদী হয়ে তিনজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।
গতকাল শনিবার (১৭ জুলাই) দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে উপজেলার বৃপাথুরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
ভুক্তভোগি সিরাজুল ইসলাম জানান, আমার ছেলে সিজান আলীর সাথে পাশ্ববর্তী কুসুমহাটি গ্রামের মৃত বাবু আলীর ছেলে মিলুর সাথে বাজারে কথাকাটাকাটি হয়। এবিষয়ে আমি গতকাল তাদের বাড়িতে বিরোধীয় বিষয় নিম্পত্তির জন্য যাই। বিবাদীগণের বাড়িতে যাওয়া মাত্রই তারা আমার সাথে অসদাচরণ করে গালিগালাজ করতে থাকে। আমি তাদের কথার প্রতিবাদ করলে আমাকে তারা মারপিট করে।
এবিষয়টি নিয়ে স্থানীয় প্রধানগণ শালিশী বৈঠকের মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয়। আমি তাতে সম্মত হয়ে বাড়ি চলে আসি। রাত সাড়ে ১১ টার দিকে দেখি আমার হাঁসের ৫৩টি বাচ্ছা সব মরে পড়ে আছে। আমি তাদের দেখে চিৎকার দিলে অভিযুক্ত মিলু, মিজান দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে অভিযুক্তদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।