শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির মেছোবাঘ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৫ পিএম, ১৭ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৮:০৯ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের বড় নাথ বাড়ির ধানক্ষেত থেকে একটি বিপন্ন প্রজাতির মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৭ জুলাই) সকালে নাথ বাড়ির শিবু দেবনাথ মোবাইল ফোনে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে জানান, নাথ বাড়ির সামনে একটি মেছো বাঘ বসে আছে।
খবর পেয়ে সজল দেব সাথে সাথে ঐ জায়গায় গিয়ে দেখতে পান একটি মেছো বাঘ ধান ক্ষেতের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে। মেছো বাঘটিকে উদ্ধার বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব আরও জানান, বনে খাদ্য সংকট দেখা দেওয়াতে প্রায়ই বন্যপ্রাণী গুলো খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসে।