গাজীপুরে অটোরিকশার ওপর উল্টে পড়ল ট্রাক, নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৯ পিএম, ১৭ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০১:৪৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর উপজেলায় লবণবাহী ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক নারী ও এক পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
মাওনা হাইওয়ে থানার এসআই মো. হাদিউল ইসলাম বলেন, ময়মনসিংহগামী একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের এমসি বাজার এলাকায় সড়কের পাশে চারটি দোকানের ওপর উঠে যায়। এরপর এমসি বাজার-হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় সড়কে চলাচলকারী যাত্রীর জন্য অপেক্ষমান অটোরিকশার ওপর উল্টে পড়ে ওই ট্রাকটি। এতে অটোরিকশাযাত্রী এক নারীসহ দুজন নিহত হন।
এ সময় মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে মহাসড়কে উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসাইন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ড্রাম্প ট্রাকটি থানায় আনা হলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থার নেয়া হচ্ছে।