কাপাসিয়ায় কামার পল্লীতে হাতুড়ির টুংটাং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৯ পিএম, ১৫ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:২২ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ায় করোনার মধ্যেও কামার পল্লী থেকে ভেসে আসছে টুংটাং হাতুড়ির শব্দ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আর মাত্র কয়েকদিন পর ২১ জুলাই পালিত হবে ঈদুল আজহা।
ঈদের ১৫-২০ দিন আগে থেকে শুরু হয়েছে তপ্ত লোহা পিটিয়ে ছুরি, দা তৈরির কাজ। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গভীর রাত পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে হাতুড়ির টুংটাং শব্দ। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি ও সরকারের কঠোর লকডাউনের কারণে বেশি সংখ্যক ক্রেতা পাচ্ছেনা কামাররা। উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে এ কামার পল্লী।
এ ব্যাপারে কথা হয় উপজেলার নলীপলাশ এলাকার হরিপদ কর্মকারের সাথে। তিনি আক্ষেপ করে বলেন, করোনায় সারাবছর সরকারি কোন অনুদান পাইনি। এ পেশার ওপর নির্ভর করে কষ্টে সংসার চালাইতেছি। করোনার কারণে কাজ কম আয়ও কম।
এ ব্যাপারে ভাওয়াল চাঁদপুরের কামার পল্লীর মিলন কর্মকার জানান, এ বছর কয়লা এবং লোহার দাম বেশি হওয়ায় বড় ছুড়ি ১৮শ থেকে ২হাজার টাকা, ছোট ছুড়ি ২৫০ টাকা, কোপাতা ১৫শ টাকা, শান দেয়ার জন্য প্রকারভেদে ১শ থেকে ২শ টাকা নেয়া হয়।
কামড়ামাশকের চন্দন কর্মকার বলেন, অন্যান্য বছর ঈদের ১মাস থেকে দেড়মাস পূর্বেই আমাদের ব্যবসা চাঙা থাকত রাত ২টা পর্যন্ত কাজ করেও শেষ করতে পারতামনা কিন্তু এ বছর কাজের চাপ কম এবং করোনা থাকায় সর্বোচ্চ রাত ১০টা পর্যন্ত কাজ করি।