লামায় ট্রাক চাপায় ৩ জনের মৃত্যু, আহত- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬ পিএম, ১১ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৪৬ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
লামা-চকরিয়া মহাসড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ননদ-ভাবিসহ তিনজন মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
আজ রবিবার (১১ জুলাই) দুপুর পৌনে একটার দিকে সড়কে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট একটি মাহেন্দ্রের ছয় যাত্রীকে নামিয়ে সড়কের উপর দাঁড় করিয়ে রাখেন। এ সময় একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দিলে এ ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, তাদের উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিরাজ কারবারি পাড়ার গোবিন্দ্র দের স্ত্রী চিনু দে (৩৫) এবং শুভ দাশের স্ত্রী রূপসী দে প্রকাশ অপসী। তারা দুজন সম্পর্কে ননদ ও ভাবি। একই ঘটনায় নিহত অপরজন আনুমানিক ৪৫ বছরের এক পুরুষ। তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লামার পার্শ্ববর্তী উপজেলা থেকে ছয় যাত্রী নিয়ে লামা হয়ে চকরিয়া যাচ্ছিলো একটি মাহেন্দ্র। লামার লাইনঝিরি এলাকা অতিক্রম করার সময় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক আর্জু মাহেন্দ্রটিকে থামানোর জন্য চালককে ইশারা দেন। তবে চালক ওই নির্দেশ উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। পরে স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেলে করে পিছু নিয়ে লামা পৌরসভার পশ্চিম লাইনঝিরি এলাকায় গিয়ে মাহেন্দ্রটিকে থামান ওই পুলিশ সদস্য। সে সময় মাহেন্দ্র থেকে যাত্রীদের নামিয়ে রাস্তার উপর দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদের মধ্যেই চকরিয়া থেকে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাক ওই ছয় যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।
আহত অপর চারজনকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে অপসী নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও অংকিতা দাশ (৩), সাগর (২৫) এবং জাহাঙ্গীর (৫০) নামে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে লামা স্বাস্থ্যকেন্দ্রের টিএস ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী জানান।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান খবরটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক, মাহেন্দ্র ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।