ভালুকায় মোবাইল গেইমে আসক্ত হয়ে ব্রেন ষ্ট্রোকে স্কুল ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৭ পিএম, ১১ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ১১:৫৫ এএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
মোবাইলে ফ্রি-ফায়ার গেইমে আসক্ত হয়ে মস্তিস্কের রক্তক্ষরনে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম স্বাধীন। সে পাড়াগাঁও গ্রামের মোঃ রফিকুল ইসলামে পুত্র ও পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
গত ৮ জুলাই বৃহস্পতিবার ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হলে ছাত্রের স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে হাসপাতালের আইসিওতে স্থানান্তর করে।
টানা তিনদিন আইসিওতে রেখে চিকিৎসার পর গতকাল শনিবার (১০জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে ওই স্কুল ছাত্র মারা যায়। রাত ১১টায় পাড়াগাঁও চটানপাড়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
ওই এলাকার বাসিন্দা মোঃ সুমন খান জানান, স্বাধিন তাঁর পিতা-মাতার এক মাত্র সন্তান। গত ২বছর ধরে সে মোবাইলে ফ্রি-ফায়ার গেইমের প্রতি আসক্ত হয়ে পড়ে। পারিবারিক ভাবে বিভিন্ন সময় বারন ও চাপ প্রয়োগ করেও তাকে এ থেকে নিবৃত করতে পারেনি। স্কুল বন্ধ থাকায় অতিমাত্রায় আসক্তির ফলে সে ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।