রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ৯ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৪০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার গোপালপুর বাজারে মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৯ জুলাই) ভোর সোয়া ৫টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের শ্রী নারায়ণ চৌধুরীর ছেলে শ্রী মাধব হাওলাদার (৪০) ও মাহিন্দ্রার চালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেছুর রহমানের ছেলে সেলিম রেজা (৩৫)। শ্রী মাধব হাওলাদার পেশায় ঘোষ ছিলেন। তিনি দই বিক্রির জন্য রাজশাহীর দিকে আসছিলেন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণহীন মাহিন্দ্রা এসে সরোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে মাহিন্দ্রা চালক সেলিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং শ্রী মাধব হাওলাদারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু পথিমধ্যে মাধব হাওলাদারও মারা যান।
পুলিশ ট্রাক ও মাহিন্দ্রা জব্দ করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।