চট্টগ্রামে করোনাক্রান্ত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে স্বামী উধাও, একদিন পর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৬ পিএম, ৮ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৪১ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনাক্রান্ত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে পালিয়েছে স্বামী। গত মঙ্গলবার আসমা আক্তার (৩৮) নামে ওই গৃহবধূকে ভর্তি করানো হয় করোনা ইউনিটে। এরপর থেকে তার স্বামী কিংবা কোন অভিভাবকের দেখা মিলেনি আর।
গতকাল বুধবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।
আসমা আক্তার নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ মৌলভী পাড়া এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী। এদিকে, হাসপাতালে ভর্তির পর থেকে পালিয়েছেন স্বামী মোজাম্মেল হোসেন। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল নম্বরটি সংযোগ পাওয়া যায়নি।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘গত ৬ জুলাই সকালে ওই মহিলাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করায় তার স্বামী। পরে করোনা হওয়ার খবর শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে ত্যাগ করে ওই ব্যক্তি।
এরপর থেকে কোন অভিভাবক হাসপাতালে আর যোগাযোগ করেননি। এদিকে গতকাল রাতে অবস্থার অবনতি হওয়ায় মহিলার মৃত্যু হয়। লাশটি মর্গে রাখা হয়েছে।