কুষ্টিয়ায় করোনা উপর্সগ নিয়ে একই দিনে পিতা-পুত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ৮ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৫৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে একই দিনে ব্যবসায়ী পিতা-পুত্রের করুন মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (৭ জুলাই) দুপুর সোয়া একটায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিতা হাজী আব্দুল আজিজ শেখ (৭৫)। আর সন্ধ্যা ৬ টার দিকে কুষ্টিয়া শহরের ডা: তোফাজ্জেল হেলথ সেন্টার (রতন ক্লিনিকে) মারা যান ছেলে মতিয়ার রহমান মতি (৪৫)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার পিতা-পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, কুষ্টিয়া শহরের শহীদ ইয়াকুব সড়কের বাসিন্দা হাজী আব্দুল আজিজ শেখ করোনায় আক্রান্ত হয়ে গত ৫-৬ দিন আগে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, বুধবার দুপুর সোয়া একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে গত ২ জুলাই কুষ্টিয়া শহরের ডা: তোফাজ্জেল হেলথ সেন্টার (রতন ক্লিনিকে) ভর্তি হন হাজী আব্দুল আজিজ শেখের ছেলে মতিয়ার রহমান মতি।
ক্লিনিকের মালিক বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আমিনুল হক রতন জানান, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ডা: আমিনুল হক রতন বলেন, মতিয়ার রহমান মতির করোনা টেষ্টের রিপোর্ট এখনো আসেনি। তবে তাঁর শরীরে উপসর্গ ছিল। করোনায় মৃত হাজী আব্দুল আজিজ শেখের স্ত্রী আলেয়া বেগমসহ ওই পরিবারের আরো কয়েকজনও করোনায় আক্রান্ত বলে শোনা যাচ্ছে।
এদিকে করোনায় একই দিনে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় শহরের আড়ুয়া পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাজী আব্দুল আজিজ শেখ ও মতিয়ার রহমান মতি দুজনই শহরের বড় বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং ওই এলাকার আল আমিন মার্কেটের মালিক।