ধামইরহাটে পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ পিএম, ৭ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:০২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নওগাঁর ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন সেনা সদস্য কাইফুর ইসলাম। হত্যার ঘটনার একটি ভিডিও এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে।
আজ দুপুর ১২ টায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবে পরিবারের পক্ষ থেকে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সেনা সদস্য ল্যান্স কর্পোরাল কাইফুর ইসলাম জানান, গত ২২ জুলাই উদয়শ্রী গ্রামে নিজ বাড়ির প্রাচির নির্মান কাজ চলছিলো। এ সময় প্রতিবেশী আব্দুল গনির পরিবার বাধা দিলে সংঘর্ষ বাধে।
একপর্যায়ে গনির লোকজন পরিবারের সদস্যদের বাঁশ ও রড দিয়ে এলোপাথাড়ীভাবে পিটায়। এতে সেনা সদস্যের বাবা ইসমাইল হোসেন গুরুত্বর জখম হয়। চিকিৎসার জন্য প্রথমে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজে ও সবশেষে জখমীর অবস্থা গুরুত্বর হলে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে মধ্যরাতে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষনা করে।
ওই সেনা সদস্য আরও জানান, ঘটনার পর ১২ জনকে আসামী করে হত্যা মামলা হলেও মূল আসামীসহ অধিকাংশরাই রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। আসামীরা প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারে শংকা প্রকাশ করেছেন। সম্মেলনে দ্রুতই আসামীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়।
সম্মেলনে মামলার বাদী ও মৃত ইসমাইলের স্ত্রী মেহেরুন নেছা, ভাই মাইনুল ইসলাম, জামাই খাইরুল ইসলাম, চাচাতো ভাই সেকেন্দার আলী, ভাতিজা আশিক ইসলাম, নারী নেত্রী ও সমাজসেবী মাহফুজা সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।