আশুলিয়ায় ‘ঋণের চাপে’ ব্যবসায়ীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৯ পিএম, ৭ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:৪৬ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সাভারের আশুলিয়ায় ঋণের চাপ ও পাওনাদারের অপমান সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছেন হারুন মিয়া (৫০) নামের এক হোটেল ব্যবসায়ী।
আজ বুধবার (০৭ জুলাই) দুপুরে আশুলিয়া ইউনিয়নের ধলপুর এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
হারুন মিয়ার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। আশুলিয়ার ধলপুর এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
হারুন মিয়ার স্ত্রী আলেয়া বেগম জানান, ‘কয়েক মাস আগে স্থানীয় কয়েক ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে হোটেল চালু করেন হারুন। করোনার কারণে ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় হোটেল বন্ধ করে আরেক হোটেলে চাকরি নেন। এরই মধ্যে লকডাউনের কারণে ওই হোটেলের কাজও বন্ধ হয়ে যায়। কিন্তু ঋণের টাকার জন্য পাওনাদাররা তার স্বামীকে চাপ দিতে থাকেন। টাকা দিতে না পারায় চরম অপমান করেন পাওনাদাররা। অপমান সইতে না পেরে বুধবার ভোরে বাড়ির আঙিনায় লিচু গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।’
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।