জয়পুরহাটে ৬ষ্ঠ দিনেও কঠোর প্রশাসন, ৮৩ জনকে ৪০ হাজার নয়শত টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ পিএম, ৬ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:২৩ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের জয়পুরহাটে ৬ষ্ঠ দিন চলছে কঠোর লকডাউন।
আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকেই পুরো জেলায় লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ-প্রশাসন, র্যাব ও সেনাবাহিনী, বিজিবি, ও আনসার সদস্যগন। এর পাশাপাশি বিশেষ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। ১৫ জন ম্যাজিস্ট্রেটসহ জেলা জুড়ে টহল দিচ্ছে ৪ প্লাটুন সেনাবাহিনী।
নির্বাহী ম্যজিষ্ট্রেট বেদবতি মিস্ত্রি জানান আজ লকডাউন এর বিধি নিশেধ না মানায় ৮৩ জনকে ৪০ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজও জেলার বিভিন্ন চেক পোষ্টগুলোতে কঠোর নজরদারি করতে দেখা গেছে পুলিশকে।
শহরে ঢুকতে গেলেই পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসার মুখে। অতিপ্রয়োজন ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না শহরে। পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লকডাউন অমান্য করলেই করা হচ্ছে জেলা জরিমানা।