ফরিদপুর রেলস্টেশন মাস্টারের ওপর সন্ত্রাসী হামলা, পণ্য আনলোড বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ পিএম, ৩০ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৪১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুর রেলস্টেশন মাস্টারের ওপর হামলার ঘটনায় ভারত থেকে আসা মালবাহী চারটি ট্রেনের পণ্য আনলোড বন্ধ রয়েছে। গত মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় ফরিদপুর রেলস্টেশনে দুর্বৃত্তরা এ হামলা চালায়। খবর পেয়ে পুলিশ আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন বলেন, ‘দেশ ও বিদেশ থেকে আসা ট্রেনের পণ্য আনলোড করার সময় শর্তভঙ্গের জন্য স্টেশনে সৈয়দ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের কার্যক্রম বাতিল করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের লোকজন আমার ওপর ক্ষুব্ধ হয়।’
তিনি আরও বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ২০-২৫ জনের একটি দল স্টেশনে আমার কক্ষে এসে হামলা চালায়।বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা দ্রুত এসে আমাকে রক্ষা করে। এছাড়া এ বিষয়টি রেলওয়ের ঊদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে ও সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ‘স্টেশন মাস্টার ও ওই প্রতিষ্ঠানের মধ্যে পণ্য আনলোড করাকে কেন্দ্র করে বিরোধ ছিল। হামলার খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া রেলস্টেশন মাস্টার বা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।’
প্রসঙ্গত, ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফরিদপুরে রেলস্টেশনে চাল, গম, পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি করে আলাউদ্দিন ট্রের্ড, ওয়াহিদ কনস্ট্রাকশন, ডিএনকো লিমিটেড, হারুন-গফ্ফার লিমিটেড ,মজুমদার ব্রাদার্স ও মন্ডল ট্রের্ডাস,।