বগুড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে শিক্ষার্থীসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ এএম, ৩০ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৪৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে সরকারি আযিযুল হক কলেজের এক শিক্ষার্থীসহ দুই জনকে গ্রেফতার করেছে সাইবার পুলিশের একটি দল। গ্রেফতার যুবকরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা সেকেন্দারাবাদ গ্রামের মো. হাফিজার রহমানের ছেলে মো. মাহবুর রহমান (২৩) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুল সামাদের ছেলে মো. শরিফুল ইসলাম (২৪)। শরিফুল সরকারি আযিযুুল হক কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার বিকেলে পুলিশের বগুড়া গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. এমরান মাহমুদ তুহিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ভোররাতে বগুড়া সদরের নিশিন্দারা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। একটি পুরাতন ভিডিও বর্তমান সময়ের বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। পুলিশের দাবি, ফেসবুকে পোস্ট করা ভিডিও ফুটেজটি ২০১৭ সালের। বগুড়া জেলা আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর একটি দল ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ ভ্যান হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে এবং পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। আসামিরা সেই ভিডিও বর্তমান সময়ের বলে প্রচার করেছে।
সংবাদ বিজ্ঞপিতে পুলিশ আরও জানিয়েছে, আসামিরা সুকৌশলে ‘শিবগঞ্জ উপজেলা (৩৭) বগুড়া’ নামে ফেসবুক গ্রুপ থেকে ভিডিও ফুটেজটি বর্তমান সময়ের লোকডাউনে চালানো অভিযানের চিত্র বলে প্রচার করেছে। শরিফুল এই গ্রুপের অ্যাডমিন এবং নামে-বেনামে তার আরও পাঁচটি ফেসবুক আইডি পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বলেন, আসামিরা পুরাতন একটি ভিডিও বর্তমান সময়ের বলে প্রচার করে জনমনে অসন্তোষ সৃষ্টি করেছে এবং সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। তা ছাড়া, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিও ক্ষুণœ করেছে।