ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে পল্লী বিদ্যুৎ অফিসে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫২ পিএম, ২৪ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৪৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে পল্লী বিদ্যুতের সাবষ্টেশন অফিসে ডিবি পুলিশ পরিচয়ে অফিসে ঢুকে ডাকাতি করে একদল ডাকাত।
গতকাল বুধবার রাত ১১ টার দিকে ধামরাই উপজেলার বালিয়া সড়কের পাশে বালিয়া পল্লী বিদ্যুতের সাবষ্টেশন অফিসে একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে অফিসে বুকে ষ্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা, মুখ বেঁধে ৫টি ট্রান্সফার, তার, কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলরা। ডাকাতি কালে ডাকাতদের মারধরের আহত হয়েছে ২জন লাইনম্যানকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আহত হলেন লাইনম্যান আবুল কাশেম ও জসিম উদ্দিন। এ দিকে ডাকাতির ঘটনার পর রাতেই কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনেন্সপেক্টার রাসেল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ডাকাতির ব্যাপারে বলেন, কিছু তার ও ট্রান্সফার নিয়ে গেছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মোঃ হারুন বলেন, বালিয়া সাবষ্টেশন অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে, পুলিশকে জানিয়েছি এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।