রংপুরে আবু ত্ব-হা আদনানসহ ৪ জনের সন্ধানের দাবীতে মাননবন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ পিএম, ১৭ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:২০ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ ৪ সঙ্গীর সন্ধানের দাবিতে মানববন্ধন করছে লায়ন্স স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজের সামনে “লায়ন্স স্কুলের প্রাক্তন শিক্ষার্থী”র ব্যানারে মানববন্ধনে অংশ নেয় নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের বন্ধুবান্ধবসহ লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী।
এসময় বক্তারা বলেন,আবু ত্বহা মুহাম্মদ আদনান সহ তার সহযোগীদের দ্রুত সময়ের মধ্যে সন্ধান দিতে হবে।দেশে আইন শৃঙ্খলাবাহিনীর এমন তৎপরতা সত্ত্বেও ৭ দিনেও তাদের সন্ধান না পাওয়াটা উদ্ধেগজনক। মানববন্ধন থেকে তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়।
এদিকে নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ ৪ সঙ্গীর সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বৃহস্পতিবার (১০ জুন) বিকাল চারটার দিকে তিনি তার তিন সঙ্গীসহ রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। তারপর সাভার থেকে তারা নিখোঁজ হন।নিখোঁজের সময় আবু ত্ব-হার সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির ছিলেন। তারাও নিখোঁজ রয়েছেন। ওই রাত থেকে সকলের মোবাইল ফোন বন্ধ রয়েছে। নিখোঁজ হওয়ার পর রংপুর মহানগর কোতয়ালী থানায় আদনানের খোঁজ চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা আজেদা বেগম।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা মাহাবুব আরা লিনা, শিক্ষক বাশেদুল ইসলাম, সাবেক শিক্ষার্থী রাকিবুল বাশার রাকিবসহ প্রমূখ।