কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৬ পিএম, ১৪ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৯:১৯ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
যশোরের কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল এক কলেজ ছাত্রীর বাল্য বিয়ে। এ সময় বরকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন। গত রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ এলাকায় রবিবার রাতে ওই কলেজ ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হয়। পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে বর উত্তম দত্ত ও তার সঙ্গীরা বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন ওই রাতেই ঘটনাস্থলে হাজির হন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ওই বাল্য বিয়ে করতে আসার অপরাধে বর উত্তম দত্তকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কনের বাবার নিকট থেকে মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।