ত্রাণের চাল পচে নষ্ট, সিংগাইরের ইউএনওকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩০ এএম, ১৪ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৩:২৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ত্রাণের চাল গ্যারেজে পচে নষ্ট হওয়ায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারকে শোকজ (কারণ দর্শাও) নোটিশ দেয়া হয়েছে।
আজ রবিবারের মধ্যে জেলা প্রশাসনের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
সূত্র জানায়, গত ৩ মে দুর্যোগকালীন জরুরি ত্রাণ সহায়তার জন্য এক লাখ টাকা বরাদ্দ পায় সিংগাইর উপজেলা। সেই টাকায় ১০০ প্যাকেট ত্রাণ সামগ্রী কিনে ইউএনও’র গ্যারেজে মজুদ করা হয়েছিল। প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি ডাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, এক কেজি চিনি ও দুই প্যাকেট সেমাই। ১০০ প্যাকেটের মধ্যে ঈদের আগে মাত্র ১০ প্যাকেট বিতরণ করা হয়। বাকি ৯০ প্যাকেটের আলু, পেঁয়াজ পচে গেছে। চাল, ডালও নষ্ট হওয়ার উপক্রম। অভিযোগ রয়েছে, উপজেলার একাধিক ব্যক্তি সাহায্য চেয়ে ফোন করে ত্রাণ পাননি। সিংগাইরের বাস্তা গ্রামের চাঁন মিয়া ও আছর উদ্দিন গত ঈদের আগে ৩৩৩ নম্বরে একাধিকবার ফোন করেও তারা কোনো খাদ্য সহায়তা পাননি। গত ১০ জুন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, আজকের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো কারণ দর্শাও নোটিশ পাননি বলে জানিয়েছেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা।
তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানেন।